Logo
×

Follow Us

জেলার খবর

ধামরাইয়ে ইটভাটায় ডেকে নিয়ে যুবককে রক্তাক্ত জখম

Icon

ধামারাই প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫২

ধামরাইয়ে ইটভাটায় ডেকে নিয়ে যুবককে রক্তাক্ত জখম

রাজিব হোসেন

ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ঈগল ব্রিকসে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে কবির হোসেনের মালিকানাধীন ঈগল ব্রিকসে রাজিব হোসেন (২০) নামের এক যুবককে ফোন করে ডেকে নিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে কবির হোসেনের ভাই- ভাতিজারা। এ ঘটনায় ভুক্তভোগী রাজিব হোসেন চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী রাজীব হোসেন (২০) উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে তারা হলেন- আবুল হোসেনের ছেলে সোহাগ (২০), রফিকের ছেলে মিজান (২০), আবজালের ছেলে আইয়ুব (১৯), সাইয়েদ মিয়ার ছেলে ফাহিম (১৮)। এছাড়া অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত সকলেই সোমভাগ ইউনিয়নের চড় ডাউটিয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ভুক্তভোগী রাজীব হোসেন বলেন, অভিযুক্তরা খারাপ প্রকৃতির লোক। এলাকায় নানা ধরনের অপরাধ করে বেড়াতো। আমি তাদের খারাব কাজে বাধা দেয়ায় তারা আমাকে ফোন করে ডেকে এনে জখম করেছে।

এ বিষয়ে ঈগল ব্রিকসের মালিক কবির হোসেন বলেন, রাজিব আমাকে ফোন দিয়েছিল। ওর সাথে এলাকার কয়েকজনের সাথে দ্বন্দ্ব রয়েছে। 

আপনার ইটভাটায় রাজিবকে মারধর করা হলো কেউ বাধা দেয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে আমাদের ড্রাইভার। আমার পার্টনারের গাড়ি চালায়। ইটভাটায় ডেকে নিয়ে মেরেছে কিনা তাও আমি জানি না।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম মারধরের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীকে দেখেছি আমি, অনেক মারধর করা হয়েছে তাকে। আমাদের এক অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫