Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে পুলিশি বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড

Icon

প্রতিনিধি ,নাটোর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৮

নাটোরে পুলিশি বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড

পুলিশের বাধায় নাটোর শহরের আলাইপুর এলাকা থেকে চলে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

পুলিশি বাধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে জেলা বিএনপির আয়োজিত মানববন্ধন পণ্ড হয়ে গেছে।


আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।


সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে সমবেত হয়ে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে দলের নেতা-কর্মীরা সেখান থেকে চলে যান।


ওই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল আলম বাচ্চুসহ দলের ও অঙ্গসংগঠনের নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫