
আকতার আজিম বাদশা
টানা দ্বিতীয়বার ইউপি সদস্য হলেন আকতার আজিম বাদশা।
বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনী সদরের ১৩নং ফরহাদ নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে তিনি বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
আকতার আজিম বাদশা ফুটবল প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ আরিফ (টিউবওয়েল) ২৭০ এবং আবুল কালাম (তালা) পেয়েছেন ১৩৭ ভোট।
দ্বিতীয়বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে ২নং ওয়ার্ডের সকল স্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।