Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১২:৫৯

টেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার

জব্দ করা মাদক। ছবি : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার করা মাদকের দাম ১০ কোটি টাকা।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। পরে চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের দাম ১০ কোটি টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরও বলেন, মাদককারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫