জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৫

আছিয়ার স্বজনদের আহাজারি। ছবি : নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদী উপজেলায় জুয়া খেলা নিয়ে বিতণ্ডার জেরে আছিয়া বেগম (২৮ ) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে একটি পরিত্যক্ত ইটের ভাটা থেকে ওই গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ফজর আলী পলাতক রয়েছে। আছিয়া বেরকী বালুসাইর গ্রামের শওকত আলীর মেয়ে ও একই গ্রামের জোহর আলীর ছেলে ফজর আলীর স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, জুয়া খেলা নিয়ে আছিয়ার সঙ্গে তার স্বামীর প্রায় সময় ঝগড়া চলতো। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে একইভাবে জুয়া খেলা নিয়ে স্বামীর সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে আছিয়াকে মারপিট শুরু করেন। পরে লোহার রড দিয়ে তার মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। এতে তার মাথার মগজ বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় তার সন্তানরা তাকে বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করেন ফজর। পরে গভীর রাতে মরদেহ পরিত্যক্ত সানি ইটভাটার পাশের জমিতে ফেলে দেন।
এরপর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ইটভাটায় সকালে এলাকাবাসী আছিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর জুয়া খেলায় বাঁধা দেওয়া নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।