Logo
×

Follow Us

জেলার খবর

গাড়ি চাপায় দুই বান্ধবীর মৃত্যু দেখে বারবার মূর্ছিত আরেকজন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮

গাড়ি চাপায় দুই বান্ধবীর মৃত্যু দেখে বারবার মূর্ছিত আরেকজন

ছবি: সংগৃহীত

চোখের সামনে দুই বান্ধবীকে চাঁদের গাড়ির চাপায় মারা যেতে দেখে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন চট্টগ্রামের ফটিকছড়ির এসএসসি পরীক্ষার্থী সিমিকা আসফিন নাবিলা (১৬)। আবার জ্ঞান ফিরলে প্রলাপ বকে পরক্ষণেই নিস্তেজ হয়ে পড়ছেন। এমনটাই ঘটছে বারবার। তার এই অবস্থা দেখে উদ্বিগ্ন ও বিমর্ষ স্বজনেরাও।  

গতকাল দুপুরে ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধানবোঝাই চাঁদের গাড়ি সড়কের পাশে নাবিলার দুই সহপাঠী মিশু আকতার ও নিশা মনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় তাদের পাশে থাকা নাবিলা প্রাণে বেঁচে যা। তিনজনই হাইদচকিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর থেকেই তিন বাড়িতে দলে দলে ভিড় করছে শিক্ষক, সহপাঠী, গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মাতম থামছিল না আজ বৃহস্পতিবার দুপুরেও। নিহত নিশা মনির বাবা মুহাম্মদ লোকমান একমাত্র মেয়ের শেষ বিদায়ে ছুটে এসেছেন ওমান থেকে। দুপুর ১২টায় তিনি বাড়িতে পৌঁছে ছুটে যান উঠানে রাখা ফ্রিজারবাহী গাড়িতে মেয়ের লাশের কাছে। আদরের মেয়ের নিথর দেহ দেখে কান্না থামছিল না তাঁর। এ সময় চোখের জল মুছতে দেখা যায় স্বজন, সহপাঠী, গ্রামবাসী, শিক্ষক সবাইকে।

পরিবারের সদস্য, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দশম শ্রেণির ক্লাসের নির্ধারিত অ্যাসাইন্টমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল তিন বান্ধবী। স্কুল থেকে প্রায় ৩০০ গজ দূরে তারা বাড়ি ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে ধানের বস্তাবোঝাই একটি চাঁদের গাড়ি উল্টে গিয়ে তাদের চাপা দেয়।

এই সড়কের চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ তল্লাশিচৌকির নামে গাড়ি আটকে প্রতি গাড়ি থেকে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেন। চাহিদামতো চাঁদা না দিলে মামলা দিয়ে হয়রানি করেন। পুলিশকে চাঁদা না দিয়ে চাঁদের গাড়িটি পালানোর সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁদের ভাষ্য।

সড়কে পুলিশের চাঁদাবাজি প্রসঙ্গে জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়টি প্রমাণিত হলে চাঁদাবাজ যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫