নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি, আটক ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৬

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ার হাট বাজারে আব্দুল মালেক নামে (৪০) নামে এক ব্যক্তিকে শিয়ালের মাংস বিক্রি করার সময় ভ্রাম্যমান আদালত আটক করেন। ছবি: সাম্প্রতিক দেশকাল
নোয়াখালীর সুবর্নচরে শিয়ালের মাংস বিক্রির অপরাধে আব্দুল মালেক নামে (৪০) এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ার হাট বাজারে ওই ব্যক্তি শিয়ালের মাংস বিক্রি করছিলেন। সে সময় তাকে আটক করা হয়। উপজেলার সহকারি পরিচালক (ভূমি) বিষয়টি জানান।
জব্দকৃত শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে পুঁতে ফেলা হয়।
সূত্র জানায়, বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেছে। আটককৃত ব্যক্তিকে বন্যপ্রাণী আইন- ২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। পরে অভিযুক্ত মালেক জরিমানার টাকা আদালতকে দেন। এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।
উল্লেখ্য, সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে। এই প্রাণীকে আঘাত করা, বিক্রি করা, খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।