Logo
×

Follow Us

জেলার খবর

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৯:০৩

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় কুয়াশার মধ্যে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। 

ঢাকা-খুলনা মহাসড়কে আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই সফুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামুন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ ছয়জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, তাদের পারিবারিক বন্ধু পুলিশ উপপরিদর্শক ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নাহিদ।

দুর্ঘটনায় ডা. শরীফুলের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান।

তিনি বলেন, গত রাত থেকে এখানে ঘন কুয়াশা, দুর্ঘটনার পিছনে এটি একটি কারণ হতে পারে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে বাসের কোনো যাত্রীর সন্ধান মেলেনি। বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫