বড়াইগ্রামে শ্রমিকের প্রাণ কাড়ল নছিমন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

প্রতীকী ছবি
নাটোরের
বড়াইগ্রাম উপজেলায় গরুবাহী এক নছিমনের ধাক্কায়
আকুল হোসেন (৪০) নামে এক শ্রমিক প্রাণ হারালেন।
মঙ্গলবার
সকাল ১১টার দিকে বনপাড়া-পাবনা
মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত
আকুল উপজেলার বনপাড়া পৌর শহরের হারোয়া
পূর্বপাড়া এলাকার মৃত খোদাবক্স প্রামাণিকের
ছেলে। তিনি উপজেলার এক
ধানের চাতালে কাজ করতেন।
বনপাড়া
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, সড়ক পার হওয়ার
সময় এই দুর্ঘটনাটি ঘটে।
নছিমন চালককে গ্রেফতার করা হয়েছে। নছিমনটি
জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই
পুলিশ কর্মকর্তা।