
ছবিতে ড. নজরুল ইসলাম পুকুরের মাঝে ঝিনুক হাতে। ছবি: সাম্প্রতিক দেশকাল
ঝিনাইদহে পুকুরে
বাণিজ্যিকভিত্তিতে চাষ হচ্ছে মুক্তা।
জেলার অনেক তরুণ মুক্তা চাষের সম্ভবনা অনুমান করতে পেরেছেন। এর মধ্যে অনেকে বাণিজ্যিকভিত্তিতে
মুক্তা চাষে আগ্রহীও হয়ে উঠছেন।
ড. নজরুল ইসলাম স্বপ্ন দেখা তরুণদের মধ্যে একজন। তিনি মুক্তা চাষে ৩.৩ একর জমি নিয়ে একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। এর মধ্যে দুইটি পুকুর রয়েছে। পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের পাশাপাশি পুকুরের পাড়কে উৎপাদনমুখী করার জন্য বিশেষভাবে প্রস্তুত করে সেখানে মুক্তা চাষ করছেন তিনি।

এ বিষয়ে রাইয়ান জৈব কৃষি প্রকল্পের পরিচালক
ড. নজুরল ইসলাম বলেন, জাপানের আদলে কিভাবে অল্প
জায়গায় অধিক ফসল ফলানো
যায় সেটাই মূল লক্ষ্য তার। তিনি
১০ বিঘা জমি থেকে
কিভাবে ৩০ বিঘার ফলন
পাওয়া যায় সেটা চেষ্টা
করে যাচ্ছেন। এবারের সিজনে তিনি ১২ থেকে ১৩ লাখ
টাকার মুক্তা বিক্রি
করতে পারবেন ।
কোটচাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, ড. নজরুল ইসলামের মুক্তা চাষ পদ্ধতি খুবই সম্ভাবনাময়। উপজেলা মৎস্য অফিস সবসময় তার পাশে আছে।