Logo
×

Follow Us

জেলার খবর

চাপাইনবাবগঞ্জে শিবিরকর্মী সন্দেহে আটক ২০২

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ২৩:৩৯

চাপাইনবাবগঞ্জে শিবিরকর্মী সন্দেহে আটক ২০২

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পার্কে অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ২০২ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নেজাপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে তাদের আটক করা হয়।

নাচোল থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করা হলে তিনি আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘শিবিরকর্মী সন্দেহে তাদের আটক করে থানায় আনা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহবুব আলম বলেন, ‘এখন পর্যন্ত ২০২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাকিদের ছেড়ে দেওয়া হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫