সরিষাবাড়ীতে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক দম্পতি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০০:৩০

পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রতারক দম্পতি। ছবি: সাম্প্রতিক দেশকাল
জামালপুরের সরিষাবাড়ীতে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এক ব্যক্তির দায়ের করা ১০ লাখ টাকা প্রতারণা মামলায় ওই দম্পতিকে গ্রফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার (৯ মার্চ) দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশ গাজীপুরের কোনাবাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আহসান হাবিব (৩৫) ও তার স্ত্রী শারমীন সুলতানা (৩৪)।
পুলিশ জানায়, প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তারা জেলার বিভন্ন এলাকায় বিভিন্নজনের কাছ থেকে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে কৌশলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে রাতের অন্ধকারের তারা এলাকা ছেড়ে গা-ঢাকা দেয়।
কামরাবাদ ইউনিয়নের চর বড়বাড়ীয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ফজল মিয়া অভিযোগ করে বলেন, প্রতারক আহসান তাকে ব্যাংকের একটি ভুয়া চেক দেখিয়ে ব্যবসার কথা বলে ১০ লাখ টাকা ধার নেন। কিন্তু টাকা ফেরত চাইলে স্বামী-স্ত্রী মিলে তাকে হুমকি দিতো। একপর্যায়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেলে বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, মামলা দায়েরের পর মোবাইল ট্রেকিং করে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে আহসান হাবিব ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আটকের পর কয়েকটি ব্যাংকের লোকজন ও এলাকার প্রতারিতরা থানায় এসে বিভিন্নজনের টাকা হাতিয়ে নেওয়ার কথা জানান।