Logo
×

Follow Us

জেলার খবর

জ্বর সারাতে নাপা সিরাপ খেয়ে মৃত্যুর কোলে দুই ভাই

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১৫:২৮

জ্বর সারাতে নাপা সিরাপ খেয়ে মৃত্যুর কোলে দুই ভাই

জ্বর সারাতে মা তার দুই ছেলেকে নাপা সিরাপ খাইয়েছিলেন। তার দুই ছেলে সুস্থ হওয়ার বদলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাপা সিরাপ খাওয়ার কারণেই আপন ওই দুই ভাই মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুর্গাপুর গ্রামে ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়াসিন খান () মোরসালিন খানে () তারা ওই গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে।

ওই দুই শিশুর মা লিমা বেগম বলেন, গত দুই দিন আগে ছোট ছেলে মোরসালিনের জ্বর উঠে। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিনেরও জ্বর ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ এনে তাদেরকে খাওয়ানো হয়।

তিনি আরো বলেন, সিরাপ খাওয়ানোর পর থেকে ইয়াসিন মোরসালিন বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে তাদেরকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে  জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনার পথে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইয়াসিন এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০টার দিকে মোরসালিনের মৃত্যু হয়।

দিকে ঘটনার পর থেকেই ওষুধের দোকান মা ফার্মেসির মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছেন। ওই সিরাপের মোড়কে যাচাই করে দেখা যায় সিরাপের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিরাপটি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫