Logo
×

Follow Us

জেলার খবর

মাদারীপুরে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষে নিহত ২

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:০৬

মাদারীপুরে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষে নিহত ২

মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। 

বুধবার (৮ জানুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- রবিউল ইসলাম (৩৫)। তিনি আগৈলঝড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের সেকান্দার সরদারের ছেলে।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি কাঁঠালবাড়ী ঘাট থেকে বরিশাল যাচ্ছিলো। রাত ১০টার দিকে পদ্মাসেতুর এক্সপ্রেস সার্ভিস এরিয়া-৩ পার হয়ে মহাসড়কে উঠতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী এসএ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় মাইক্রোবাসের নয় যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এদিকে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫