Logo
×

Follow Us

জেলার খবর

সরিষাবাড়ীতে ট্রাক উল্টে খাদে, আহত ৮

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:৪৭

সরিষাবাড়ীতে ট্রাক উল্টে খাদে, আহত ৮

ট্রাক উল্টে আহত শ্রমিক। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা ধসে গাছের গোলাইভর্তি ট্রাক উল্টে ৮ জন আহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইজারাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ি বাজার থেকে গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল যাওয়ার কথা ছিল। পথে জামালপুর-সরিষাবাড়ী সড়কের বাউসি ইজারাপাড়া এলাকায় এলে রাস্তা ধসে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের ওপরে থাকা একজন কাঠ ব্যবসায়ী ও সাতজন ট্রাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ও সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে ট্রাক শ্রমিক শমসের আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন গুরুতর আহতরা হলেন ,কাঠ ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, ট্রাক শ্রমিক ফাহাদ হোসেন, আব্দুল হাকিম, মানিক, তুলা মিয়া, আইউব নবী ও বাবু মিয়া । তাদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নন্দনপুরের সুন্দর চরপাড়া গ্রামে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে পাঠিয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫