Logo
×

Follow Us

জেলার খবর

সুন্দরবনের নদ-নদীর দখলদার উচ্ছেদের দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৩:৩২

সুন্দরবনের নদ-নদীর দখলদার উচ্ছেদের দাবি

সংগৃহীত

সুন্দরবনের প্রাণ পশুর নদসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খালের জীবন্ত সত্তা ফিরিয়ে দিতে নদী কমিশনের প্রকাশিত নদী দখলদারদের উচ্ছেদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন।

সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও জবা নারী দল আয়োজিত কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

এতে বক্তারা বলেন, ‘পশুর নদীতে আনফিট নৌযান চলাচলের ফলে প্রতিনিয়ত তেল-কয়লা ভর্তি জাহাজডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। পাশাপাশি বাগেরহাটের ভৈরব নদী এবং শরণখোলার বলেশ্বর নদী দখল এবং দূষণ বন্ধ করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খালের জীবন্ত সত্তা ফিরিয়ে দিতে নদী কমিশনের প্রকাশিত নদী দখলদারদের উচ্ছেদ করতে হবে।’

বাগেরহাট জেলা পরিবেশ আন্দোলনের (বাপা) আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে অবস্থান কর্মসূচির সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– বাপা নেত্রী কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, চন্দ্রিকা মণ্ডল প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে পশুর নদী পাড়ের মৎস্যজীবী, বনজীবী, জেলে, বাওয়ালি-মাওয়ালি ও নারী সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’, ‘প্লাস্টিক দূষণ বন্ধ করো’, ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’, ‘টাইম ফর ন্যাচার’ ইত্যাদি স্লোগান লেখা পোস্টার-ফেস্টুন প্রদর্শন করেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫