Logo
×

Follow Us

জেলার খবর

না'গঞ্জে সুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ২২:০০

না'গঞ্জে সুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলে শান ফেব্রিকস নামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ, গজারিয়া, বন্দর, হাজিগঞ্জ, আদমজী ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ মোট ১০টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ঝাউচর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শান ফেব্রিকস নামে সুতা তৈরির কারখানায় ইউনিট-১ ও ইউনিট-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুতা তৈরির জন্য মজুত তুলা থাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে। পরে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

শান ফেব্রিকসের শ্রমিকেরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও কারখানায় সুতা তৈরির কাজ চলছিল হঠাৎ করে ইউনিট-১ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ইউনিট-২ এ ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা কারখানার দুটি গেট দিয়ে তাৎক্ষণিকভাবে নিরাপদে বের হয়ে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অব্দুল্লাহ আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজ অব্যাহত আছে।

এ ব্যাপারে শান ফেব্রিকসের কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে কথা বলা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫