Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে ১ লাখের বেশি ইয়াবা উদ্ধার

Icon

প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১

টেকনাফে ১ লাখের বেশি ইয়াবা উদ্ধার

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্যারাবনের ভেতর থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। নাফ নদী সংলগ্ন হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ এলাকার প্যারাবন থেকে শুক্রবার গভীর রাতে  ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে একটি বড় চালান টেকনাফে ঢুকছে এমন তথ্য পেয়ে বিজিবির একটি দল রাতে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা প্যারাবনের ভেতর প্যাকেট ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কালো প্যাকেটে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ছিল।

তিনি জানান, ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে পরে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫