Logo
×

Follow Us

জেলার খবর

গাজীপুরে দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Icon

প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২

গাজীপুরে দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের শ্রীপুরে কিশোরী দুই যমজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জাহাঙ্গীর আলম কাজলকে (৪৫) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। কাজল মাওনা ইউনিয়নের মাওনা বাজার এলাকার মৃত হাবেজ বাইন্নার ছেলে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ভিকটিমদের মা বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, ১৯৯৫ সালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে আমেনা খাতুনকে বিয়ে করেন জাহাঙ্গীর আলম কাজল। পরে তাদের দুই যমজ কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের দেড়বছর পর কাজল প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করলে, দুই মেয়েকে নিয়ে আমেনা খাতুন তার বাবার বাড়ি চলে যান। কাজল মাঝেমাঝে সেখানে আসা-যাওয়া করতো। সেখানে ২০১৭ সালের মে মাস থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত তার দুই কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আসছে কাজল।

এ ঘটনা থানা-পুলিশ অথবা কাউকে জানালে যমজ দুই মেয়েসহ স্ত্রীকে হত্যা করার হুমকি দেয়। এই ভয়ে তারা থানা পুলিশ বা কাউকে বিষয়টি জানায়নি। পরে ভিকটিমের মা দুই মেয়েকে নিয়ে গাজীপুরে পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারের কাছে গিয়ে ঘটনা খুলে বললে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

ওসি লিয়াকত আলী বলেন, ‘এই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতিসহ মাদকসেবনেরও অভিযোগ রয়েছে। সে খুব হিংস্র প্রকৃতির লোক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মেয়েদের ধর্ষণের কথা স্বীকার করেছে।’

কিশোরীদের ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫