Logo
×

Follow Us

জেলার খবর

বাঁধ রক্ষায় গভীর রাতে উপজেলা চেয়ারম্যানের চেষ্টা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ১১:৫১

বাঁধ রক্ষায় গভীর রাতে উপজেলা চেয়ারম্যানের চেষ্টা

মাটিয়ান হাওরের বাঁধ। ছবি : সুনামগঞ্জ প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের আনন্দনগর গ্রামের পাশে ৪৪নং প্রকল্পের নির্মিত বাঁধটি ফাটলের সৃষ্টি হয়ে সরু পথে পানি প্রবেশ করছে। 

মাটিয়ান হাওরের এ বাঁধটি ঝুকিপূর্ণ অবস্থার খবর পেয়ে গতকাল শনিবার (২ এপ্রিল) রাত ১২টায় স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধে ছুটে যান তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। 

বাঁধটি রক্ষায় তিনি স্থানীয় কৃষকদের নিয়ে বাঁশ, কোদাল ও বাঁশের ছাঁটাই দিয়ে বাধঁটি রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসময় সাথে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রায়হান কবির, সহকারি কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, তাহিরপুর থানার ওসি তদন্ত, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহছানুজ্জামান শোভন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাংবাদিক রুকন তালুকদার প্রমুখ। 


স্থানীয় কৃষক লতিফ মিয়া জানান, ৪৪নং প্রকল্পের দায়িত্বে থাকা পিআইসি সভাপতি ফিজিল মিয়া ও সেক্রেটারি কয়েছ মিয়া বাঁধ নির্মাণ কাজ নিয়ে গাফেলতি করেছেন। বাঁধ নির্মাণে অনিয়ম হওয়ার কারণেই আমরা এখন ফসল নিয়ে ঝুঁকিতে রয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির জানান, আমরা রাতেই বাঁধে এসেছি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল বলেন, আনন্দনগর গ্রামের পাশে বাঁধ দিয়ে সরু পথে পানি প্রবেশের খবর পাই। গভীর রাতেই স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধটি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটুকু মহান স্রষ্টার ইচ্ছা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫