Logo
×

Follow Us

জেলার খবর

একদিনে হাসপাতালে ৭১ ডায়রিয়া রোগী ভর্তি

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ২১:২৯

একদিনে হাসপাতালে ৭১ ডায়রিয়া রোগী ভর্তি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অনুকূলে থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে এই তথ্য পাওয়া যায়। বর্তমানে ১০৬ জন সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী রয়েছে।

এর আগে গতকাল বুধবার হাসপাতালে ভর্তি রোগী ছিল ১১৭ জন। তবে আসন সংকটের কারণে অধিকাংশ রোগীকে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ রোগীর স্বজনরা দুর্ভোগে পড়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল এর ডায়রিয়া ওয়ার্ড সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ পরিদর্শন করেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫