মেডিকেলে চান্স পাওয়া জেলেকন্যার পাশে সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৭:৩৬
বাবা-মায়ের সঙ্গে মারুফা। ছবি- প্রতিনিধি
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের জেলে পরিবারের মেয়ে মারুফা খাতুনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
গতকাল রবিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মারুফাকে শুভেচ্ছা উপহার দেন তিনি।
এসময় মারুফা খাতুনের বাবা আজিত বিশ্বাস, মা তাছলিমা বেগম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ‘গরিব পরিবারের মেয়ে মারুফা খাতুন, তবে মেধাবী। মৎস্যজীবী বাবার কষ্টের উপার্জিত টাকায় লেখাপড়া চালিয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। মারুফার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে শুরু করে লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।’
তিনি বলেন, ‘মেডিকেল পড়াকালীন লেখাপড়ার যত খরচ তার পুরোটাই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। মারুফার মেডিকেল পড়া শেষ হওয়া পর্যন্ত যখন যিনি সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই এই খরচ ব্যয় করবেন।’
এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪তম মেধাতালিকায় সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন মারুফা। কিন্তু দরিদ্রতার কারণে তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।
তালার জেয়ালা-নলতা গ্রামের মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমের তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।