রায়পুরায় ছোট ভাইকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৮:১৭
-62541c6f15a83.jpg)
ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। ছবি- প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম (২৬) নামে যুবককে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন বড় দুই ভাইয়ের বিরুদ্ধে।
আজ সোমবার (১১ এপ্রিল) উপজেলার দড়িহাইমারা ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম পশ্চিম পাড়া গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই মোতালেব ও মাসুম মিয়া পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। সম্প্রতি শফিকুল পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে তাদের বাড়ির বিদ্যুতের মিটার কেটে নেওয়ার আবেদন করেন। গতকাল রবিবার (১০ এপ্রিল) দুপুরে পল্লী বিদ্যুতের লোকজন এসে বাড়িটির মিটার কেটে নিয়ে যায়। এসময় অবৈধভাবে ব্যবহার করা মাসুম ও মোতালেবের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেন তারা। এনিয়ে গত রাতে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম ও মোতালেব ছোট ভাই শফিকুলকে বাড়ির আঙ্গিনায় একটি কাঁঠাল গাছে বেঁধে উপর্যুপরি পেটান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে ওই দুই ভাই পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর জানান, নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।