কপোতাক্ষের মাটি বিক্রির সময় ৮টি ট্রাক্টর জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ২১:৩২

জব্দকৃত ট্রাক্টর। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর জব্দ করেছে মহেশপুর থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, আজ রবিবার রাতে মহেশপুর শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলমান রয়েছে। খননকৃত মাটি দুই পারে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব আলী বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। মাটি নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর ক্ষতি সাধন হয়। এ সময় ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় ফোন দিলে পুলিশ গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যোগিহুদা গ্রামের পক্ষ থেকে এলাকাবাসী অভিযোগ দিলে গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্য একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় একটি চক্র নদীর পাড় থেকে ট্রাকে করে মাটি বোঝাই করে ইটভাটায় বিক্রি করছে।