Logo
×

Follow Us

জেলার খবর

রোহিঙ্গা শিবির ঘুরে দেখলেন ডেনমার্কের রাজকুমারী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১২:৫৭

রোহিঙ্গা শিবির ঘুরে দেখলেন ডেনমার্কের রাজকুমারী

কক্সবাজারে ডেনমার্কের রাজকুমারী। ছবি : কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি ঘুরে দেখলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।  

এর আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা। এসময় তিনি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্প পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এসময় রাজকুমারী গাছের চারা রোপন করেন। তারপর তিনি রাজাপালং এলাকায় স্থানীয়দের সাথে সাক্ষাৎ করেন। 

গতকাল সোমবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার পৌঁছেন ডেনমার্কের রাজকুমারী। আগামীকাল বুধবার (২৭ এপ্রিল) কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫