Logo
×

Follow Us

জেলার খবর

সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১০:৩৭

সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সাতজন। 

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনী চন্ডিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

তারা হলেন- ইউপি সদস্য স্বাধীন মিয়া, মুসাহিদ আহমদ (২৯), রাসেল মিয়া (১৫), এরশাদ আলী (৩৫), আউয়াল মিয়া, সুজাত মিয়া, আবু হানিফ, আলাম উদ্দিন, সুজন মিয়া, ইদ্রিস আলী (৬৫), রফিক মিয়া (৪৫) ও সাইদুর রহমান (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাচনী চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য স্বাধীন মিয়া ও ইসরাইল আলীর মধ্য দীর্ঘদিন ধরেই বোরো জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।  

এদের মধ্যে গুরুতর আহতদের সন্ধ্যায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিবেশে শান্ত রয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫