হাইড্রোক্যাফালাসে আক্রান্ত জান্নাতুলকে বাঁচাতে দরকার উন্নত চিকিৎসা

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২২, ১৮:৫২
শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস
শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস। বয়স দুই বছর ৬ মাস হলেও এখনো অন্যান্য শিশুদের মতো হাঁটাচলা করতে পারছে না, বিছানা ও মায়ের কোলেই কাঠে দিন-রাত।
পাবনা সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামের আব্দুল কাদের ও নাজমা খাতুন দম্পতির তিন সন্তান। সন্তানের মধ্যে দুটি সন্তানই শারীরিক প্রতিবন্ধী। এর মধ্যে ছোট মেয়ে জন্ম থেকেই হাইড্রোক্যাফালাস রোগে আক্রান্ত। বাবা আব্দুল কাদের তার শেষ সম্বল দিয়ে চিকিৎসা করিয়েও কোনো প্রতিকার পাননি। তাই এখন টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পাড়ছেন তারা। এর ফলে দিনদিন শিশুটির মাথার আকৃতি আরো বেরেই চলেছে। এখন সরকারিভাবে উন্নত চিকিৎসার দাবি এলাকাবাসী ও পরিবারের।
বিশেষজ্ঞ মতে, শিশুটি হাইড্রোক্যাফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসা পেলে হয়তো এই শিশুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমরা প্রতিবন্ধী শিশুটির পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।
এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, বাচ্চাটি হাইড্রোক্যাফালাস রোগে আক্রান্ত। তারা আমাদের স্বাস্থ্য বিভাগে দ্বারস্থ হলে সহযোগিতা করা হবে।
জান্নাতুলের বাবা আব্দুল কাদের ও মা নাজমা খাতুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি তিনি আমার জান্নাতুলের চিকিৎসার ব্যবস্থা করবেন।