Logo
×

Follow Us

জেলার খবর

শ্বাসরোধ করে ছেলেকে হত্যা, বাবা আটক

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ১২:০৪

শ্বাসরোধ করে ছেলেকে হত্যা, বাবা আটক

প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়ার পূর্বপাড়ায় শ্বাসরোধ করে ১৪ বছরের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। তবে মৃতের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্নও রয়েছে। 

আজ সোমবার (১৬ মে) সকালে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পিতা নুরুল ইসলামকে আটক করেছে। নুরুল পুলিশের কাছে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছে। তবে নুরুলের মাঝে মধ্যে মানসিক সমস্যা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

চাঁদপাড়ার ইউপি সদস্য আক্তার হোসেন জানান, নুরুল ইসলামের দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে শ্বশুরবাড়িতে আছে। আর নুরুলের স্ত্রী সান্তনা দুইদিন আগে বাবার বাড়িতে গেছেন। ছোট ছেলে স্থানীয় মাদ্রাসায় থাকে। রাতে নুরুল ইসলাম ও তার আরেক ছেলে লেদশ্রমিক রুহুল আমিন বাড়িতে ছিলেন। রাতে কোনো একসময় রুহুলকে হত্যা করে।

স্থানীয়রা আজ ভোরে ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। এরপর কোতয়ালি থানার এসআই ফজলুর রহমান লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। আর নুরুল ইসলামকে আটক করেন।

এসআই ফজলুর রহমান জানান, নুরুল তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। তাছাড়া নিহতের গলায় বিভিন্ন চিহ্ন ও বিদ্যুৎস্পৃষ্টের চিহ্নও রয়েছে।

স্থানীয়রা আরো জানান, নুরুলের অনেক সম্পত্তি ছিল। তিনি তার অধিকাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছে। কয়েক বছর আগে স্থানীয়রা তার কিছু সম্পত্তি দুই ছেলের নামে লিখে দিতে বাধ্য করেছে। এরপর থেকে তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসছিল। 

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫