পুলিশের কব্জি কাটা আসামী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২২, ২৩:৩৯

আহত কনস্টেবল মো. জনি। ছবি : চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্নের ঘটনার মূল আসামী কবিরকে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ মে) রাতে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, গ্রেপ্তার কবিরকে হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়। তাকে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, গত ১৫ মে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালারখীল এলাকায় আসামি ধরতে যাওয়া এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। ওইদিন সকালে ওই এলাকার ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমেদের নেতৃত্বে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় আসামী কবিরের দায়ের কোপে পুলিশ সদস্য মো. জনি খানের (২৮) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।