Logo
×

Follow Us

জেলার খবর

টাঙ্গাই‌লে ভুল চি‌কিৎসায় প্রসূ‌তিসহ নবজাত‌কের মৃত‌্যু

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৮:৩৪

টাঙ্গাই‌লে ভুল চি‌কিৎসায় প্রসূ‌তিসহ নবজাত‌কের মৃত‌্যু

টাঙ্গাই‌লের ভুঞাপু‌র উপজেলার মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌ল। ছবি : টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাই‌লের ভুঞাপু‌র উপজেলায় মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌লে ভুল চি‌কিৎসায় প্রসূ‌তিসহ নবজাত‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় মা‌লিকসহ চি‌কিৎসক ও নার্সরা পা‌লিয়ে গে‌ছে। গতকাল বুধবার (২৫ মে ) রা‌তে ভুঞাপুর বাজারে অনু‌মোদন‌হীন ওই ক্লিনিকে এই ঘটনা ঘ‌টে। 

মৃত লাইলী বেগম (৩০) উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আ‌তোয়ার হো‌সে‌নের স্ত্রী। 

জানা গে‌ছে, লাইলী বেগ‌মের প্রসব ব্যথা হ‌লে তার স্বজনরা ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। হাসপাতা‌লের কর্মরত চি‌কিৎসক রো‌গীকে টাঙ্গ‌াইল রেফার্ড ক‌রেন। তখন সেখা‌নে থাকা ক্লি‌নি‌কের দালাল শামছুরের খপ্পরে পড়েন। প‌রে দালা‌লের কথামতো তারা মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌লে নি‌য়ে যান। 

প‌রে ওই ক্লি‌নি‌কের সার্জন ও ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অফিসার এনামুল হক সো‌হেল ও অ্যানে‌স্থে‌শিয়া চি‌কিৎসক ডা. আল মামুন অস্ত্রোপচার শুরু ক‌রেন। প‌রে এক পর্যা‌য়ে রোগী অপা‌রেশন টে‌বি‌লেই মারা যায়। প‌রে স্বজন‌দের না জা‌নি‌য়ে লাশ অ‌্যাম্বু‌লে‌ন্সে উঠি‌য়ে টাঙ্গাই‌লে পা‌ঠি‌য়ে দেয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাঁধা দেয়। 

রোগীর স্বজনরা জানান, প্রসব ব্যথা শুরু হ‌লে সরকা‌রি হাসপাতা‌লে নেয়া হয়। প‌রে দালা‌লের খপ্প‌রে প‌রে ক্লি‌নি‌কে নেয়া হয়। সেখা‌নে চি‌কিৎসকরা দুই ঘণ্টা ধ‌রে অপা‌রেশন থি‌য়েটা‌রে রা‌খে। প‌রে রোগী মারা গে‌লে ক্লি‌নি‌কের সাম‌নে লাশ ফেলে রে‌খে চি‌কিৎসক, নার্স ও মা‌লিক পা‌লি‌য়ে যায়। 

ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অফিসার ডা. আল মামুন ব‌লেন,  মা ক্লি‌নি‌কে আনার পর তার উচ্চ রক্তচাপ দেখা দেয়। প‌রে অপা‌রেশ‌নের আগেই রোগী ব‌মি কর‌ার পরই মারা যায়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফ‌রিদুল ইসলাম জানান, খবর পে‌য়ে ক্লি‌নি‌কে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে ক্লি‌নি‌কের চি‌কিৎসক, নার্স ও মালিক পা‌লি‌য়ে গে‌ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫