সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড
ফেসবুক লাইভ করার সময় প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২২, ১২:৫৪

অলিউর রহমান। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফেসবুকে লাইভ করার সময় প্রাণ গেল অলিউর রহমান নামে এক তরুণের। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী রুয়েল।
অলিউর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।
গতকাল শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে। রাত ১১টা থেকে ফেসবুকে লাইভ করছিলেন অলিউর। লাইভ চলাকালীন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে আশপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। প্রায় চার মিনিট ধরে ফেসবুকে লাইভ অন্ধকার দেখা যাচ্ছিল। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ছিল লাইভে থাকা অলিউর।
অলিউরের সহকর্মী রুয়েল বলেন, আমরা ওই সময় খাবারের জন্য ডিপো থেকে চলে আসি। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যান। তার লাইভ ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
তিনি আরো বলেন, অলিউর আর বেঁচে নেই। তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখন তার মরদেহ নেওয়ার জন্য স্বজনরা চট্টগ্রাম যাচ্ছেন।