Logo
×

Follow Us

জেলার খবর

খুলনায় নব্য জেএমবির ২ সদস্য আটক

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১০:৫৯

খুলনায় নব্য জেএমবির ২ সদস্য আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার মধ্যরাতে নগরীর গল্লামারী খোরশেদ নগর এলাকার এক চারতলা ভবন থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- নুর মোহাম্মদ অনিক (২৪) ও মোজাহিদুল ইসলাম রাফি (২৩)।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটকরা গল্লামারি খোরশেদ নগর এলাকার ‘হাসনাহেনা’ নামে এক চারতলা ভবনের নিচতলায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। এ বিষয়ে যাচাই-বাছাই করে ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫