Logo
×

Follow Us

জেলার খবর

গফরগাঁওয়ে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

Icon

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২২, ১৭:৪৯

গফরগাঁওয়ে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামি। ছবি: গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্ষণ মামলায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জুন) সকালে তাকে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী সাদিকুল ইসলাম রজব এক নারীকে ধর্ষণ করে। ঘটনাটি  জানাজানি হলে গত ৫ জুন প্রতিবন্ধীর নানী বাদী হয়ে গফরগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর ভরভরা গ্রাম থেকে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাদিকুল ইসলাম রজবকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫