Logo
×

Follow Us

জেলার খবর

অবশেষে সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২২, ২১:০৭

অবশেষে সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ

ছবি : সংগৃহীত

প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় বন্যার পানি সরিয়ে সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রটি চালু করা হয়েছে। ফলে সিলেট নগরীর কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার (১৮ জুন) রাত ৮টায় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী, সেনাবাহিনী ও সিটি করপোরেশনের কর্মীদের চেষ্টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সুনামগঞ্জ জেলা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির।

এর আগে বৃহস্পতিবার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে পানি প্রবেশ করে। শনিবার কন্ট্রোল রুমে পানি প্রবেশ করায় দুপুর সাড়ে ১২টার দিকে এ গ্রিড বন্ধ করে দেওয়া হয়। এখান থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ করা হয় এ গ্রিড উপকেন্দ্র থেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫