Logo
×

Follow Us

জেলার খবর

ভারতে পাচারের সময় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১৪:২৭

ভারতে পাচারের সময় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

উদ্ধারকৃত স্বর্ণসহ আটককৃত ব্যক্তি। ছবি: বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুজ্জামানকে আটক করে। তিনি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ছেড়ে আসা বাস সাতক্ষীরা এক্সপ্রেস থেকে নেমে বেনাপোল সীমান্তের দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশে শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মনিরুজজামানকে ১০টি স্বর্ণেরবারসহ আটক করে।

এব্যাপারে আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫