
কাপ্তাই হ্রদ থেকে তোলা ছবি। ফাইল ছবি
অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সুবলং চ্যানেলে তীব্র স্রোতের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি উত্তরণ হলে আগামীকাল মঙ্গলবার (২১ জুন) এ পথে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। তবে পরিস্থিতি সাপেক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল রবিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মো. মঈনুদ্দীন সেলিম।
তিনি বলেন, রাঙ্গামাটিতে গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির ঢলে সুবলং চ্যানেলে তীব্র স্রোতে স্বাভাবিক লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে। তাই ভারি বর্ষণ ও স্রোতের কারণে আজ সোমবার (২০ জুন) থেকে রাঙ্গামাটির সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। প্রচণ্ড স্রোতের কারণে লঞ্চ দুর্ঘটনার সম্ভাবনার ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ উপজেলা নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটির সাত উপজেলার সাথে নৌপথে চলাচলের সুযোগ রয়েছে। তবে কাপ্তাই উপজেলায় লঞ্চ চলাচল না করলেই অন্য ছয় উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচরের বাসিন্দারা নিয়মিত লঞ্চে যাওয়া আসা করতে পারবেন না। এ মুহূর্তে বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু ও বাঘাইছড়ির মানুষ জেলা সদর থেকে সরাসরি সড়কপথে যাতায়াতের সুযোগ নেই।