Logo
×

Follow Us

জেলার খবর

সহকারী শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৯:৪১

সহকারী শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক

রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া উচ্চ বিদ্যালয়ে রফিকুল ইসলাম (৫৬) নামে এক সহকারী শিক্ষককে মারধর করেছেন প্রধান শিক্ষক ফজলুর রহমান (৪২)। 

গতকাল রবিবার (১৯ জুন) উপজেলার মন্ডতোষ ইউনিয়নের ওই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

রফিকুলের অভিযোগ, ঘুষের টাকা না দেওয়ায় তাকে পেটানো হয়েছে।

তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘুষ চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য আঘাত করেছিলেন।

রফিকুল জানান, উচ্চতর বেতন স্কেলের (টাইমস্কেল) জন্য রেজুলেশন করে বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারী আবেদন করেন। সেই আবেদন ফরমে প্রধান শিক্ষক স্বাক্ষর না দিয়ে জনপ্রতি দুই হাজার টাকা করে ঘুষ দাবি করেন। দুই মাস আগে আবেদনপত্রগুলো প্রধান শিক্ষকের কাছে জমা হয়েছে। কিন্তু তিনি তাতে স্বাক্ষর করেননি। এমন অবস্থায় প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান তিনি। তখন প্রধান শিক্ষক বলেন, জনপ্রতি দুই হাজার টাকা করে চেয়েছিলাম, এখন এক হাজার ৫০০ টাকা করে দেওয়া হলে স্বাক্ষর করা হবে।

এ সময় শিক্ষকরা কেউ ঘুষ দেবেন না, টাইমস্কেল তাদের অধিকার— বলে জানালে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে কাঠের চেয়ার দিয়ে রফিকুলের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য শিক্ষক ও ছাত্ররা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার মাথায় সেলাই ও ব্যান্ডেজ করতে হয়েছে।

অপরদিকে প্রধান শিক্ষক ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় ওই শিক্ষককে চেয়ার দিয়ে সামান্য আঘাত করেছেন। কিন্তু পরে অন্য শিক্ষকরাও তাকে পিটিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন। এ বিষয়ে আজ সোমবার (২০ জুন) সকাল পর্যন্ত লিখিত অভিযোগ পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫