
সিলেট শহর থেকে তোলা ছবি। ছবি: সিলেট প্রতিনিধি
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জে বন্যার পানি নেমে যাবে। আর পুরো সিলেট বিভাগে বন্যার পানি আগামী সাত দিনের মধ্যে নেমে যাবে। তবে সারা দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশি সময় লাগবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম এসব কথা বলেছেন।
এদিকে, গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ সোমবার (২০ জুন) দেশের আট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের পরিচালক বলেন, ‘সিলেটে আজকের পর থেকে বন্যার পানি ধীরে ধীরে কমতে পারে। তবে বর্তমানে বিপদসীমা অতিক্রম করে রেকর্ড লেভেল অবস্থায় রয়েছে বন্যার পানি। এজন্য পানি সম্পূর্ণ নামতে এক সপ্তাহ লাগতে পারে।’
তিনি আরো বলেন, ‘বন্যার পানি বৃদ্ধির ধারা আজকের পর থেকে হ্রাস পেতে পারে। সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সুনামগঞ্জের বন্যার পানি আগামী ৪৮ ঘণ্টায় নেমে যাবে। সিলেটে গত শনিবার (১৯ জুন) ১২০ মিলিমিটার ও গতকাল রবিবার (১৯ জুন) ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পানি সিলেট-সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট অঞ্চল থেকে এখনো নামছে।
এদিকে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
বন্যার পূর্বাভাস কেন্দ্র সূত্র মতে, আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থানগুলোতে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমারসহ সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
তথ্য অনুযায়ী, সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গত শনিবার থেকে আজ সোমবার রাত পর্যন্ত বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় পানি কমেছে। সিলেট অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত নদীগুলোতে সৃষ্ট উজানের কারণে পানিস্তর বৃদ্ধি পেতে পারে।