Logo
×

Follow Us

জেলার খবর

প্রেমিকের সাথে পালিয়ে গেল স্ত্রী, মনের দুঃখে প্রবাসীর আত্মহত্যা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৬:১১

প্রেমিকের সাথে পালিয়ে গেল স্ত্রী, মনের দুঃখে প্রবাসীর আত্মহত্যা

সোনাইমুড়ী থানা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রী পালিয়ে যাওয়ায় এক প্রবাসী স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  

নিহত বাহার উল্যাহ (৩৯) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী আজম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

আজ বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম নাটেশ্বর গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে ওই প্রবাসী আত্মহত্যা করেন।  

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ। তিনি বলেন, গত ১০ দিন আগে বাহার উল্যাহ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসে। আজ তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এমন খবরে স্ত্রীর উপর অভিমান করে স্বামী নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  

ওসি আরো জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫