Logo
×

Follow Us

জেলার খবর

টাঙ্গাইলে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৭:১৫

টাঙ্গাইলে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড

ভুয়া ডাক্তার এসআর লাভলু। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর এলাকার দয়াল ক্লিনিক ও হসপিটালের তৃতীয়তলা থেকে এসআর লাভলু নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‍্যাব-১২।

আজ বুধবার (২২ জুন) দুপুর ১২ টায় স্থানীয় সাংবাদিক নওশাদ রানা সানভীর তথ্যে অভিযান চালায় র‍্যাব।

চেম্বারে অভিযান পরিচালনার পর জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, দুপুরে র‍্যাবের একটি টিম ভুয়া সনদদারী ডাক্তারের চেম্বারে অভিযান চালায়। তাকে আটক করার পর তিনি ডাক্তার না বলে স্বীকার করেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। নামের শুরুতে তিনি ডাক্তার পদবী ব্যবহার  করছেন।

তিনি পাইলস ও নাক কান গলার চিকিৎসা করেছেন। তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে। তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫