Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ২১:৪৫

পুঠিয়ায় ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় ভ্যান থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাদিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার বেলপুকুর ইউনিয়নের কাজিরপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

আজ বুধবার (২২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে নিহত ব্যক্তি ভ্যানযোগে বানেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে পোল্লাপুকুর এলাকায় ভ্যানের এক্সেল ভেঙে যায় আর সাদিকুল ছিটকে সড়কে পড়ে যান। এসময় নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলার বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সন্ধ্যার দিকে অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫