Logo
×

Follow Us

জেলার খবর

গ্রীনলাইন পরিবহন থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১৪:৪২

গ্রীনলাইন পরিবহন থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোলে উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবি: যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্টে গ্রীনলাইন পরিবহন থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। 

ঢাকা-কোলকাতাগামী গ্রীনলাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারী আটক করা যায়নি।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে চালানটি বেনাপোল বন্দরের বাস টার্মিনালের গ্রীনলাইন পরিবহন থেকে উদ্ধার হয়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির জানান, ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীনলাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০টি ছোট বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার পরিমাণ ৭৬৬ গ্রামও বাজার মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা বলে উল্লেখ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫