Logo
×

Follow Us

জেলার খবর

চাল আমদানিতে শুল্ক কমলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২২, ২১:০৩

চাল আমদানিতে শুল্ক কমলো

ফাইল ছবি

চালের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এতদিন চাল আমদানি বন্ধ থাকলেও এখন থেকে আমদানিকারকেরা ১০ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে চাল আমদানি করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক রবিউল ইসলাম সুইট বলেন, আগে ২৫ শতাংশ শুল্ককর দিয়ে ভারত থেকে চাল আমদানির অনুমতি ছিল। কিন্তু শুল্ককর বেশি হওয়ার কারণে আমদানিকারকেরা চাল আমদানি করছিলেন না। ফলে চাল আমদানি বন্ধ ছিল। এ কারণে বোরো ধানের ভরা মৌসুমেও চালের বাজার অস্থির হয়ে উঠে। এই অবস্থায় সরকার চালের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ককর কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়িয়ে দাম কমানোর উদ্দেশ্যে চাল আমদানিকে উৎসাহিত করতে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত আমদানি শুল্ক কমিয়েছে সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫