পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তা বিঘ্নের শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৮:০৮

সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল শুক্রবার (২৪ জুন) বিকেলে মাদারীপুরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
তিনি বলেন, মানুষের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে পরিমাণ উৎসাহ-উদ্দীপনা দেখছি তাতে বৃষ্টি না হলে পদ্মা সেতু উপলক্ষ্যে আয়োজিত জনসভায় মানুষ ১০ লাখ ছাড়াবে।
তিনি আরো বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কর্তব্য পালন করছেন। আমাদের দলীয় ভলান্টিয়ার টিমও কাজ করছে। প্রয়োজনে আমরা বিজিবি নিয়ে আসব। তাই মানুষের শঙ্কার কোনো কারণ নেই।