Logo
×

Follow Us

জেলার খবর

কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১১:৪২

কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু বাংলাদেশের জনগণের। সব ষড়যন্ত্র নস্যাৎ করে এটি তৈরি করেছি আমরা। কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। অতীতেও কেউ তা পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৫ জুন) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। আমিও কোনো অন্যায়ের কাছে মাথা নিচু করিনি। ফলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সব অন্ধকার ভেদ করে আলোর পথ বের করেছি। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। 

তিনি আরো বলেন, পদ্মা সেতুর জন্য দেশবাসীকে স্যালুট জানাচ্ছি। সেই সাথে পদ্মা পাড়ের ভাই-বোনদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রিয় সুধী কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ঘোষণা করা হবে।

নিজের বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিনি দেশবাসীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। 

প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণকাজের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত জানানোর পর বাংলাদেশের মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে সে কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫