Logo
×

Follow Us

জেলার খবর

কটাক্ষের সুরে খালেদাকে পদ্মা সেতু দেখে যেতে বললেন প্রধানমন্ত্রী

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৩:৫৭

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন শেষে মাদারীপুরের শিবচরে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৫ জুন) দুপুর ১টার আগে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এর আগে আজ দুপুর ১২টা ৩৬ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন তিনি।

উল্লেখ্য, আজ বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুপুর ১২টার দিকে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওয়ানা হয়। 

শিবচরে আয়োজিত জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন এই আওয়ামী লীগে পদ্মা সেতু করতে পারবে না। আজ খালেদা জিয়াকে জিজ্ঞাসা করি, আসুন দেখে যান পদ্মা সেতু হয়েছে কিনা।

তিনি আরো বলেন, ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থ স্থাপন করি। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। এরপর ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে এর নির্মাণ কাজ শুরু করি। 

পদ্মা সেতু নির্মাণে জগগণের অবদান অস্বীকার্য করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। এদেশের মানুষ তার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতার পর তিনি দেশ গঠনে মনোনিবেশ করেন। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ সালে সপরিবারে আমার বাবাকে হত্যা করা হয়। থমকে যায় এদেশের উন্নয়ন।

এসময় জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। এই দেশ আপনাদের, এই দেশ আমাদের। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। আমরা এই দেশকে গড়ে তুলবো। মানুষকে উন্নত জীবন দিতে চাই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫