Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ২০:৫৮

পুঠিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৪১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন- বাঘা উপজেলার আড়ানী গ্রামের আলতাফ হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৩), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব আহমেদ (২৩) ও চারঘাট উপজেলার ওমরগাড়ি গ্রামের মৃত আরিজ উল্লাহর ছেলে মন্টু সরদার (৩০)।

আজ শনিবার (২৫ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। 

র‍্যাবের কোম্পানি উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫