Logo
×

Follow Us

জেলার খবর

রাজবাড়ীতে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৫:২০

রাজবাড়ীতে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পাটক্ষেত থেকে বাদল মোল্লা (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত বাদল নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে। 

আজ রবিবার (২৬ জুন) সকালে স্থানীয় জাহিদ হোসেন নামে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে বাদলের মরদেহ দেখতে পায়। তখন স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, গতকাল শনিবার (২৫ জুন) বিকেল থেকে বাদলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও শরীর থেকে গোপনাঙ্গ বিচ্ছিন্ন ছিল।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫