Logo
×

Follow Us

জেলার খবর

লক্ষ্মীপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১৫:৪৪

লক্ষ্মীপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে জলিল সর্দার (৪২) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার ঘটনায় হারুনুর রশিদ বেপারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্ত হারুন রায়পুর উপজেলা চরবংশী গ্রামের হযরত বেপারীর ছেলে। ভিকটিম জলিল সর্দার উদমারা গ্রামের সিরাজ সর্দারের ছেলে। 

এ মামলায় অভিযুক্ত আরো চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার চর আববিল ইউনিয়নের মৃত মিন্নত আলীর ছেলে আবুল কালাম ওরফে কালু বেপারী (৪২), উদমারা গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. জাহিদ ওরফে আবুল কাশেম (৩৪), চর আবাবিল গ্রামের তোফায়েল পলোয়ান (৩১), একই এলাকার জামালের ছেলে আকতার হোসেন ওরফে গাঁজা আকতার (৩৬)।

আজ মঙ্গলবার (২৮ জুন) দুপুর সোয়া ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। 

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে হারুনুর রশিদ মোবাইল ফোনে বাড়ি থেকে জলিল সর্দারকে ডেকে নিয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বান্দের পাড় ধানক্ষেতে জলিল সর্দারের মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। ওইদিন জলিল সর্দারের পিতা সিরাজ সর্দার (৬৭) বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি লক্ষ্মীপুর জেলা সিআইডির পুলিশ পরিদর্শক মো. আবু জাহের সরকার তদন্ত করেন। এতে হারুনুর রশিদকে প্রধান করে আবুল কালাম ওরফে কালু বেপারী, মো. জাহিদ ওরফে আবুল কাশেম, তোফায়েল পলোয়ান ও আকতার হোসেন ওরফে গাঁজা আকতারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১৫ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। 

জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, আসামি হারুনুর রশিদ ভিকটিম জলিল সর্দারের গলায় চেইন পেঁচিয়ে তাকে হত্যা করে। আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫