Logo
×

Follow Us

জেলার খবর

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ঝালকাঠির ১৫২ পরিবার

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১৫:১৫

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ঝালকাঠির ১৫২ পরিবার

প্রধানমন্ত্রীর উপহারে ঘর। ছবি: সংগৃহীত

ঝালকাঠি জেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পাচ্ছেন ১৫২টি গৃহ ও ভূমিহীন পরিবার। এর মধ্যে নলছিটি উপজেলায় ১২২ ও রাজাপুরে ৩০ পরিবার রয়েছে।

আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ঘর হস্তান্তর করবেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) রাজাপুর, কাঠালিয়া ও  নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জানানো হয়, নলছিটি উপজেলায় এখন পর্যন্ত ৩৮৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী নলছিটিতে ১২২টি এবং রাজাপুরে ৩০টি ঘর উপহার দিবেন।

ইতোমধ্যে নলছিটি উপজেলার বহরমপুর ও মাটিভাঙা এলাকায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থাও করা হয়েছে। এখন শুধু হস্তান্তরের অপেক্ষায় আছে ১২২টি ঘর।

উক্ত কার্যক্রমের আওতায় রাজাপুর উপজেলায় ১ম পর্যায়ে ৩৩৩টি, ২য় পর্যায়ে ৩৭ টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ৫০টি, ৩য় পর্যায়ের ২য় ধাপে ৩০টি ঘর প্রদান করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫